![]() |
দেহগঠন ও কার্যাবলীর ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। মানব দেহ লক্ষ কোটি কোষের সমন্বয়ে গঠিত। দেহের কোষ বিভিন্ন প্রকার কার্যাবলী সম্পন্ন থাকে। যেমন- শক্তি উৎপাদন, পেশীর সংকোচন, স্নায়ু অনুভূতি প্রেরণ, এনজাইম, হরমোন ইত্যাদি ।
কোষ দেহের বিভিন্ন অংশে বিভিন্ন আকৃতির হয়ে থাকে। কোন কোনটা হয় বৃত্তাকার বা গোল (Round), কোন কোনটা ডিম্বাকৃতি (Oval), আবার কোন কোনটা লম্বা ধরণের (Tall), এর আকৃতির, তাছাড়াও কোষ আরও অনেক আকৃতির হয়ে থাকে।
কোষের গঠন ঃ
কোষ একটি অতিক্ষুদ্র বস্তু রয়েছে
১. কোষ আবরণ (Cell Membrane),
২. নিউক্লিয়াস (Nucleus) এবং
৩. সাইটোপ্লাজম (Cytoplasm)
Nucleus
কোষ আবরণ ঃ প্রতিটি কোষ একটি আবরণ বা ঝিল্লি দ্বারা গঠিত । আবরণটি আমিষ সহযোগে গঠিত । এই আবরণ কোষ এবং এর পরিবেশের মধ্যে প্রতিবন্ধক (Barrier) হিসাবে কাজ করে। এই আবরণের মধ্য দিয়ে খাদ্য (যেমন- অ্যামাইনো এসিড) এবং গ্যাস (যেমন- অক্সিজেন) কোষের ভিতর প্রবেশ করে। আবার অপ্রয়োজনীয় পদার্থ কোষ থেকে নিঃসৃত বা বাহির হয় যেমন- কার্বন ডাই অক্সাইড । কোষ আবরণ কোষের আকৃতি ধরে রাখতে সাহায্য করে এবং আন্ত-কোষীয় যোগাযোগ রক্ষা করে।
নিউক্লিয়াস : প্রতিটি কোষের কেন্দ্রস্থলে অবস্থিত একটি আবরণী দিয়ে ঘেরা অংশকেই নিউক্লিয়াস বলা হয়। নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত বিশেষ অংশ ক্রোমোজমের মাধ্যমেই এক বংশ থেকে পরবর্তী বংশে বিভিন্ন প্রকৃতি । কোষ বিভাজনে এটা অত্যাবশ্যকীয়। কোষের একটি মাত্র নিউক্লিয়াস থাকে । সাইটোপ্লাজম ঃ কোষ আবরণ ও নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে অবস্থানকারী জেলীর মত অংশের নাম সাইটোপ্লাজম।
0 Comments