Ticker

6/recent/ticker-posts

স্নায়ু তন্ত্র ( Nervous System )

 

             Neuron

স্নায়ুতন্ত্র হচ্ছে অন্যান্য সকল তন্ত্রের সমন্বয়কারী। এই তন্ত্র অন্য সকল অন্ত্রের সাথে সঙ্গতি রক্ষা করে যাতে করে কোন নির্দিষ্ট কাজ সঠিকভাবে করা যায়। ইহা শুধুমাত্র ভিতরের তন্ত্রগুলোর সমন্বয় সাধন করে না, পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন হলেও ইহা দেহকে সংবাদ দেয়। স্নায়ু তন্ত্রের গঠন এবং শ্ৰেণী বিভাগ । 


স্নায়ুতন্ত্র “স্নায়ুকোষ” নামক এক ধরনের বিশেষ কোষ দ্বারা গঠিত হয়েছে। 

স্নায়ুকোষ (Neuron) সাধারণ কোষ থেকে ভিন্ন এবং স্নায়ু তন্ত্রের গঠন ও কার্যাবলীর একক (Unit) । 


স্নায়ুকোষ (Neuron)-এর ৩টি অংশ । 


1. Cell body.

2. Dendrite.

3. Axon.


স্নায়ু তন্ত্রকে দুটো অংশে ভাগ করা যেতে পারে -


১. কেন্দ্রীয় স্নায়ু তন্ত্র  বা (Central Nervous System)


২. প্রান্তীয় স্নায়ু তন্ত্র  বা (Peripheral Nervous System)


১। কেন্দ্রীয় স্নায়ু তন্ত্র (Central Nervous System) ঃ এর মধ্যে রয়েছে মস্তিষ্ক (Brain) এবং স্পাইনাল কর্ড (Spinal cord)।


২। প্রান্তীয় স্নায়ু তন্ত্র (Peripheral Nervous System) : ইহা গঠিত হয়েছে মস্তিষ্ক ও স্পাইনাল কর্ড থেকে আরম্ভ হওয়া স্নায়ু দিয়ে। এগুলো মস্তিষ্কে সংবাদ বহন করে নিয়ে যায় এবং মস্তিষ্ক হতে সংবাদ নিয়ে আসে।


Post a Comment

0 Comments