Ticker

6/recent/ticker-posts

পানি শুণ্যতা

 

                       Dehydration


শরীর থেকে কোনো কারণে পানি কমে যাওয়াকে ডিহাইড্রেশন বলে। শরীরের ওজনের প্রায় ৭০% পানি। মোট ৪২ লিটার পানির মধ্যে ১৪ লিটার কোষের বাইরে এবং ২৮ লিটার কোষের ভিতর থাকে।


ডিহাইড্রেশন যেভাবে দেখতে হয় : [6] চোখ চোখ বসে যাবে (Eye sunken)।


[] জিহবা ঃ জিহবা শুকনো হবে (Tongue Coated ) ✉ চামড়াঃ চামড়া টেনে ছেড়ে দিলে আগের অবস্থায় যেতে অনেক সময় লাগবে।


ডিহাইড্রেশন ৩ প্রকার।


১) নো সাইন ডিহাইড্রেশন (No sign of dehydration) 

২) সাম ডিহাইড্রেশন (Some dehydration)

৩) সিভিয়ার ডিহাইড্রেশন (Severe dehydration)


(ক) সাম ডিহাইড্রেশন (Some dehydration) :

১) চোখে পানি আসবে না (কান্নার সময়)।

২) প্রস্রাবের পরিমাণ কমে যাবে।

৩) বাচ্চাদের মাথার তালু বসে যাবে।

৪) পিপাসা লাগবে ।

৫) মুখ ও জিহ্বা শুকনা থাকবে।

৬) চোখ বসে যাবে।

৭) অস্থিরতা থাকবে ।


খ) সিভিয়ার ডিহাইড্রেশন (Severe Dehydration) :

১) চামড়ার ইলাসটিসিটি কমে যাবে।

২) প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে।

৩) বাচ্চা পানি বা বুকের দুধ ও খেতে পারবে না।

৪) চোখ বসে যাবে, বাচ্চাদের খিচুনী হতে পারে।


ডিহাইড্রেশনের :

(১) চালের স্যালাইন : চাল, ভুট্টা, বার্লি, লবণ দিয়ে তৈরী খাবার বার বার খাওয়াতে হবে।

(২) ও আর এস (ORS) বার বার খাবে। প্রথম ৪ ঘন্টা নিম্নের নিয়মে ORS (Oral Rehydration Saline)




Post a Comment

0 Comments