Ticker

6/recent/ticker-posts

রক্তসংবহন তন্ত্র


                    blood circulation in heart



রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে রক্ত হৃদপিন্ড থেকে কলায় ( Tissue ) দিয়ে হৃদপিন্ডে  ফেরত আসে । 

রক্ত সংবহন তন্ত্রের মধ্যে রয়েছে -

১. হৃদপিন্ড । 
২. ধমনী । 
৩. শিরা । 
৪. কৈশিক নালী । 




১) হৃদপিন্ড (Heart) : হৃৎপিত পেশী দিয়ে তৈরী একটি পাম্প যন্ত্র। হৃৎপিন্ডের পেশী রক্তকে পাশ করে শরীরের মধ্যে চালনা করে। ইংপিও বুকের মধ্যে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত এবং স্টারনামের পিছনে কিন্তু কিছুটা বাম দিকে অবস্থিত। হৃৎপিন্ডের নীচের অংশ বুকের বাম পার্শ্বে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চত কি (Ritis) পর্যন্ত বিস্তৃত। হৃৎপিণ্ডের শীর্ষকোন (Apex) পঞ্চম ও ষষ্ঠ পায়ারের মধ্যবর্তী স্থানে। জনজের সামান্য নীচে অবস্থিত । 

২) ধমনী (Artery) : ধমনী হৃৎপিন্ড থেকে রক্ত বয়ে দূরে নিয়ে যায়। ধমনীর ভিতরের চাপ বেশী। ধর্মনীর দেয়ালগুলো পুরু যাতে উচ্চ চাপ প্রতিরোধ করতে পারে। একটি ধমনী কেটে গেলে প্রতিটি হৃৎস্পন্দনের সাথে সাথে সবেগে । ধমনীর রক্তে অক্সিজেন অপেক্ষাকৃত বেশী থাকে। ধমনী বিশুদ্ধ রক্ত বহন করে।


৩) শিরা (Vein) শিরা শরীরের সকল অংশ থেকে রক্ত হৃৎপিন্ডে বয়ে নিয়ে আসে। শিরাগুলে পাতলা দেয়াল বিশিষ্ট রক্ত নালী। শিরার ভিতরে চাপ খুব কম। তাই শিরা কেটে গেলে আস্তে আস্তে রক্ত বের হয়। শিরার রক্তে কার্বন ডাই অক্সাইড অপেক্ষাকৃত বেশী থাকে। 


৪) কৈশিকনালী (Capillary) ঃ কৈশিকনালী হচ্ছে খুব সরু রক্ত নালী যেগুলো ধমনী ও শিরাকে যাক করে। এগুলো খুব পাতলা দেয়াল বিশিষ্ট এবং ভিতরের চাপ খুব কম। কৈশিকনালীর দেয়ালগুলো রক্ত এবং শরীরের অন্যান্য অংশের মধ্যে প্রতিবন্ধক (Barrier) হিসাবে থাকে। লোহিত কণিকা (Red Blood Cell, রঙের আমিষ (Plasma Protein), রক্তরস (Serum) ইত্যাদি কৈশিকনালীতে অবস্থান করে।

Post a Comment

0 Comments